টানা ১২ দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, জারি করা হল বিজ্ঞপ্তি

২০২২ শেষ হবার আগে ২০২৩ সালের ছুটির তালিকা ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর দুর্গাপুজোয় এক টানা ১২ দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। এছাড়া আগামী বছর ২৬ জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো । অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজো একইদিনে পড়ায় ছুটির তালিকা থেকে কমে গিয়েছে একদিন। তবে এবছর একাধিক বিশেষ উৎসবের দিন শুক্রবার পড়ায় থাকছে একটানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ। যেমন, ৭ এপ্রিল গুড ফ্রাইডে ছাড়াও বিআর আম্বেদকরের জন্মদিন পড়েছে শুক্রবার। আবার পয়লা বৈশাখ ১৫ এপ্রিল শনিবার পড়ায় কমে গিয়েছে আরও একটি ছুটির দিন। আরেকটি লম্বা ছুটি পাওয়া যেতে পারে বুদ্ধ পূর্ণিমা ও রবীন্দ্র জয়ন্তীতে। ৫ মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা আর মঙ্গলবার ৯ মে রবীন্দ্র জয়ন্তী । সেক্ষেত্রে সোমবার ৮ তারিখের ছুটিটা অনুমোদন করাতে পারলেই একটানা পাঁচ দিনের ছুটি।

তাছাড়াও দোল, মহাবীর জয়ন্তী , রথযাত্রা , স্বাধীনতা দিবসও , মঙ্গলবার পড়ায় সোমবার অফিস কাটলে একটানা চারদিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে সরকারি কর্মীদের কাছে। একই সুযোগ মিলবে ১৪ ফেব্রুয়ারি । ঠাকুর পঞ্চান্ন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। দিনটি আবার মঙ্গলবার। অন্যদিকে, ইংরেজি নববর্ষ, গুরু রবিদাসের জন্মদিন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, কালীপুজো, ছট পুজো রবিবার পড়ায় এবছর কমেছে ছুটি।