বাম সাম্রাজ্য শেষ হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, উত্থান বিজেপি- তৃনমূলের!

73

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এতদিনের একচেটিয়া বাম আধিপত্যের হয়তো অবসান ঘটতে চলেছে। আজকে ফল প্রকাশ পর দেখা যাচ্ছে, নাটকীয় ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি। যদিও শাসক দল মাথা গুলিয়ে ফেলেছে। শাসক দলের ছাত্রসংগঠন চতুর্থ স্থানে।

এবার কলা বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের CP, GS,AGS ডে,AGS ইভিনিং-সব পথেই এবার প্রার্থী দিয়েছিল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি। প্রত্যাশামতো ইঞ্জিনিয়ারিং বিভাগের খাতা এবিভিপি। এবিভিপি তরফে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং বিভাগে ভালো সংগঠন ছিল তাদের। তাই আত্মবিশ্বাসীও ছিল গেরুয়া শিবিরের। সেইমতো তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

ইঞ্জিনিয়ারিং – এ মোট ভোট পড়েছিল ১৪০৫ টি। তারমধ্যে ডিএসএফ পেয়েছে ১১৬৭ টি ভোট।ABVP’ র বাক্সে গিয়েছে ১১৫ টি ভোট।SFI পেয়েছে ৭০ টি। যাদবপুরের বউনি ভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় স্থান পেয়েছে বিজেপি ছাত্রসংগঠন ABVP। তৃতীয় স্থানে রয়েছে এসএফআই। আর চতুর্থ স্থানে রয়েছে শাসক দলের ছাত্রসংগঠন টিএমসিপি। তাদের প্রাপ্ত ভোট ২৯ টি। এছাড়া নৌকায় ভোট পড়েছে ২২টি।

পাশাপাশি কলা বিভাগ ও এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ABVP। গত বছর কলা বিভাগের দখল ছিল এসএফআইয়ের। এই বছরে প্রথম কলা বিভাগের প্রার্থী দিয়েছে ABVP। ফলে ইঞ্জিনিয়ারিং এর মত নজর থাকবে কলা বিভাগের। বেলা আড়াইটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সামান্য কিছু ভোটপেয়েছে এবিভিপি।কলা নৈশ বিভাগে অনেকটা এগিয়ে এসএফআই। কলা বিভাগের দখলকার হাতে এখন পর্যন্ত প্রশ্ন নয় গণনা শেষ হওয়া পর্যন্ত।

এদিকে বিজেপির অন্দরমহল বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে বিজেপির উত্থান। এটা আগামী পুরসভা নির্বাচন এবং ২০২১ বিধানসভা নির্বাচনে এর প্রভাব সুদূরপ্রসারী ছাত্র রাজনীতিতে পড়তে বাধ্য। অপরদিকে, তৃণমূলের এক মহল জানাচ্ছে, ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় শাসকদল ছাত্রসংগঠন চতুর্থ স্থানে উঠে আসা। একটা গুরুত্বপূর্ণ দিক কারণ ওইখানে রাজনীতিতে তৃণমূল কোনদিনও মাথা গলানোর চেষ্টা করেনি। তৃণমূলের লাভ বা ক্ষতি রাজনৈতিক মহল কিন্তু বিচার করছে না। বিচার করছে যেখানে বাম সাম্রাজ্যের অবসান করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ বাম জমানার আধিপত্য শেষ হতে চলেছে।