নামাজ পড়তে গিয়ে পুলিশের হাতে বন্দি যুবক!

59

নামাজ পড়তে গিয়ে পুলিশের হাতে বন্দি যুবক।ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে।জানা গেছে,বিহারের বাসিন্দা মতিউর রহমান নমাজ পড়তে অযোধ্যায় রামজন্মভূমিতে গিয়েছিলেন।যোগীর পুলিশ তাঁকে গ্রেফতার করা।তার কাছ থেকে আধার কার্ড,প্যান কার্ড এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে বলে খবর।অযোধ্যার পুলিশ সুপার বিজয় পাল সিং জানান,মতিউরকে জিজ্ঞাসাবাদ চলছে।তিনি বিচলিত বলে অনুমান করা হচ্ছে।

বিহারে মতিউরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা অযোধ্যায় আসছে। জানা গিয়েছে, দুটি ব্যাগ নিয়ে তিনি প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীদের কথামতো ব্যাগগুলি জমা দেন। এরপর আমায়া মন্দিরে প্রবেশ করেন। আর ওই চত্বরে নমাজ পাঠ করতে যান তিনি। তখনই পুলিশ তাঁকে ধরে।

মতিউরের কী বক্তব্য?‌ পুলিশকে মতিউর বলেছেন, তিনি প্রথমে দিল্লির লালকেল্লায় নমাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু ছাড়পত্র পাননি। তাই রামলালার কাছে নালিশ করতে এসেছিলেন তিনি। যদিও এখানেও তিনি ছাড়পত্র পেলেন না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।