হলুদ রঙের কচ্ছপের দেখা মিলল উড়িষ্যার বালেশ্বর জেলায়

85

বিরল হলুদ রঙের কচ্ছপের দেখা মিলল উড়িষ্যার বালেশ্বর জেলার। রবিবার ওই জেলার সোরো ব্লকের সুজনপুর গ্রামের একটি কৃষি জমি থেকে বিরলতম এই কচ্ছপটির সন্ধান পাওয়া যায়। বন দফতরের এক কর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটি ভারতে বিরল। এর আগে তিনি কখনও এমন কচ্ছপ দেখেননি বলে ওই আধিকারিক জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নিজের ক্ষেতে চাষ করছিলেন সুজনপুর গ্রামের বাসিন্দা বাসুদেব মহাপাত্র নামে এক ব্যক্তি। তিনি প্রথমে হলুদ রঙের ওই বিরল কচ্ছপটিকে দেখতে পান। সেটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। এদিকে, হলুদ কচ্ছপটিকে দেখার জন্য তাঁর বাড়িতে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ভিড় হয়ে যায়। পরে বন দফতরে খবর দেন বাসুদেব। খবর পেয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে বন দফতরের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। উল্লেখ্য, গত মাসে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার দেউলি দাম গ্রামে একজন জেলের জালে ধরা পড়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন দফতরের মাধ্যমে তা জলে ছেড়ে দেওয়া হয়।