‘ইভিএম নয়,ভোট হোক ব্যালটে’!ধর্নায় তৃনমূল সাংসদরা

দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই থেকেই ইভিএম কারচুপি নিয়ে সরব হয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তাই তিনি স্লোগানও নির্ধারণ করে দিয়েছেন।এবার স্লোগান নিয়েই দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় তৃনমূল সাংসদরা।উল্লেখ্য,সোমবার সকালে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় সাংসদরা।।এদিন তাঁদের বুকে ঝোলানো পোস্টারে লেখা ছিল,”ইভিএম নয়,আমরা ব্যালট চাই।” এদিন কল্যাণ ব্যানার্জী স্লোগান তুলতে থাকেন,”ইভিএম হ্যাকিং বন্ধ করতে ব্যালট আনা হোক।”তার সাথে গলা মেলান সুদীপ ব্যানার্জী,মানস ভুঁইয়া,কাকলি ঘোষ দস্তিদার,ডেরেক সহ অন্য সাংসদরা।সংসদে অধিবেশন চলাকালীনও এই দাবিতে দল সরব হবে বলে জানিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জী।অন্যান্য বিরোধীদলগুলি ও এই দাবিতে তাঁদের সমর্থনে করবেন বলে আশা করছেন তিনি।