একধাক্কায় ৭ টাকা করে পেট্রোল ও ডিজেলের দাম কমালো রাজ্য সরকার

257

অস্বাভাবিক হারে বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম। এই নিয়ে টানা ৯ দিন পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিন লিটারে প্রতি ২৫ পয়সা করে দাম বাড়ানো হয়েছে। এদিকে রাজস্থানের পর এ বার মহারাষ্ট্রেও পেট্রলের দাম ১০০ টাকা ছুঁতে চলেছে। প্রিমিয়াম পেট্রলের দাম ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ৯০.৭৮ টাকা। এবং ডিজেলের দাম হয়েছে ৮৩.৫৪ টাকা।

 

আর এরই মাঝে জ্বালানি তেলের উপরে কর হ্রাসের কথা ঘোষণা করল মেঘালয় সরকার। মেঘালয়ের সরকার মুখ্যমন্ত্রী কনরাদ সাংমা জানিয়েছে, পেট্রল এবং ডিজেল উভয়ের দাম প্রায় ৭ টাকা করে হ্রাস করা হবে। মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, পেট্রল ও ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রল পাম্প থেকে যে দরে পেট্রল-ডিজেল কিনতে হয় তার প্রায় ৬০% থেকে ৭০% চলে যায় বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি শুল্ক-কর দিতে! ২০১৪ সালে মোদী সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রলে উৎপাদন শুল্ক ছিল লিটার প্রতি ৯.৪৮ টাকা এবং ডিজেলের ৩.৫৬ টাকা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২.৯৮ টাকা এবং ডিজেলে ৩১.৮৩ টাকা। এর ওপর ডিলার কমিশন জুড়ে যে দাম দাঁড়ায় তার ওপর বিভিন্ন রাজ্য সরকার ১৫% থেকে ৩৬% হারে ভ্যাট ও সেস আদায় করে। তবে, কেন্দ্র সরকার ইতিমধ্যে শুল্ক হ্রাসের সম্ভাবনা খারিজ করে দিয়েছে।