আগামীকালই দেশে বর্ষার আগমনের সম্ভাবনা, জানাল আবহওয়া দফতর

115

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, তারপর ভারতের দক্ষিণ উপকূল বর্ষার আগমন ঘটতে চলেছে। তবে আলিপুর আবহওয়া দফতর আগেই জানিয়েছিল মৌসুমি বায়ুর প্রবেশের পর কেরলে ৩১ মে বর্ষার আগমন ঘটবে। এরপর কেরালা দিয়ে প্রবেশ করেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গোয়া হয়ে দেশের মধ্য ও উত্তরাংশে ছড়িয়ে পড়বে। ফলে বলা যেতেই পারে যে প্রায় স্বাভাবিক সময়ে বর্ষা শুরু হতে চলেছে । তা দেশের কৃষিক্ষেত্রের জন্য যথেষ্ট স্বস্তির খবর। কারণ, দেশের প্রায় অর্ধেক চাষবাসই জুন থেকে সেপ্টেম্বর বর্ষার সময় হয়। যা দেশের অর্থনীতির জন্য ভালো খবর।

এদিকে, গত কয়েক বছরের বর্ষার আগমনের চিত্র লক্ষ্য করলে মোটের ওপর বলা যায়, ৮ জুন থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বর্ষা। তবে গত বছর এরাজ্যে বর্ষার বৃষ্টিতে ব্যাপক ঘাটতি ছিল। যার জেরে ক্ষরা পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকটি জেলায়। এবার রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনো কিছু জানায়নি আবহওয়া দফতর । কিন্তু আবহওয়া দফতরের দাবি, এবার বর্ষাকালের বৃষ্টি ভালো হবে বলে আশা করা হচ্ছে।

একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে