সংবাদমাধ্যম চলে যাবে, একমাত্র আমরাই থাকব, হাথরাসের নির্যাতিতার পরিবারকে হুমকি জেলাশাসকের

57

হাথরাসে গণধর্ষণকাণ্ড এবং তার পরবর্তী সময়ে পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল গোটা দেশ। উঠছে একাধিক প্রশ্ন। এ দিনই উত্তর প্রদেশ পুলিশের এডিজি দাবি করেছেন, নির্যাতিতাকে ধর্ষণই করা হয়নি। এবার খোদ হাথরাসের জেলাশাসকের বিরুদ্ধেই নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জেলাশাসকের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে সেই ভিডিও ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এবং সেই ভাইরাল ভিডিটিতে হাথরাসের দলিত ওই নির্যাতিতার পরিবারের সদস্যদের উদ্দেশে জেলাশাসক প্রবীণ লস্করকে বলতে শোনা যাচ্ছে, ‘অর্ধেক সংবাদমাধ্যম আজকে ফিরে গিয়েছে। বাকিরা কালকের মধ্যে চলে যাবে। একমাত্র আমরাই আপনাদের সঙ্গে থাকব। এবার আপনারাই ঠিক করুন আপনারা বার বার বয়ান বদলাবেন না বদলাবেন না, হতে পারে এর পরে আমরাই বদলে গেলাম। এই ভিডিও শেয়ার করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন, ‘এটা কি হুমকি নয়?’

এদিকে, ঘটনার ভয়াবহতা অনুভব করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলিত কন্যার উপর হওয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীকে বলেন প্রধানমন্ত্রী।