করোনা মোকাবিলায় বিশ্বে ‘সর্বপ্রথম বৃহত্তম কোভিড কেন্দ্র’ তৈরি করছে দিল্লী সরকার

41

নজীরবিহীন পদক্ষেপ কেজরিয়াল সরকারের। করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরও উন্নত করতে ১২,৫০,০০০ স্ক্যোয়ার ফিট এলাকা জুড়ে কোভিড কেন্দ্র তৈরি করছে দিল্লী সরকার। অর্থাৎ ২২ টি ফুটবল মাঠের সমান এই কেন্দ্রের আয়তন। এবং এই জায়গাটি হল দক্ষিণ দিল্লির রাধা সোয়ামি স্পিরিচ্যুয়াল সেন্টার। সেখানেই গড়ে উঠছে বিশ্বে সর্বপ্রথম বৃহত্তম কোভিড কেন্দ্র। থাকবে ১০ হাজার শয্যা। । এই কেন্দ্রের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এখানকার প্রতি শয্যা তৈরি হবে করগেটেড কার্ডবোর্ড দিয়ে। এগুলিকে স্যানিটাইজ করার প্রয়োজন পড়বে না, বরং সহজেই রিসাইকল করা যাবে।

এই বিশেষ শয্যা তৈরি করার অনুমোদন পাওয়া ধাওয়ান বক্স শিট কন্টেনার্স প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর বিক্রম ধাওয়ান জানিয়েছেন, ‘এই শয্যাগুলি স্যানিটাইজ করার প্রয়োজন পড়বে না কারণ কার্ডবোর্ডে ভাইরাস ২৪ ঘন্টার বেশি স্থায়ী হয় না। সেখানেই মেটাল, প্লাস্টিক এবং কাঠে ভাইরাস স্থায়ী হতে পারে ৫ দিন পর্যন্ত। কার্ডবোর্ডের এই সব শয্যাগুলি খুবই হালকা এবং সহজেই অ্যাসেম্বল এবং ডিসম্যান্টেল করা যায়। এই ধরনের শয্যা সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।’ এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৫৯ জন। মৃত্যু হয়েছে ৯৩ জনের! দেশের রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৬৮৮। আর মোট মৃতের সংখ্যা ১৮৩৭।