এই মুহূর্তের বড় খবরঃ করোনার জেরে আবারও কি বন্ধ হচ্ছে রেল পরিষেবা?

55

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। হু হু করে বেড়েই চলেছে আক্রন্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় রেল পরিষেবা নিয়ে বেশ গুজব ছড়িয়ে পড়ছে। তবে এবার যাত্রীদের আশ্বস্ত করল রেল কর্তৃপক্ষ। রেল পরিষেবা বন্ধের গুজব খারিজ করে তাদের দাবি, মেল-এক্সপ্রেস-প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি প্রতিটি লোকাল ট্রেনের কোচ পর্যন্ত নিয়মিত জীবাণুনাশক দিয়ে সাফাই করা হচ্ছে। প্ল্যাটফর্ম, শৌচাগার সব কিছুই নিয়মিত সাফাই হচ্ছে। স্টেশন-চত্বরে জঞ্জালও জমতে দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি বিশেষ রেল চালু করা হচ্ছে। তবে করোনা সংক্রান্ত সব ধরনের গাইডলাইন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের।পাশাপাশি, ট্রেনে সফরকালে করোনা নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। যা রেকর্ড তৈরি করেছে দেশে। মূলত, এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লক্ষ ৯০ হাজার ৮৫৯ জন।