খুবই তাড়াতাড়ি রাজ্যে চলবে লোকাল ট্রেন, হাতে এল সেই চিঠি

188

রেল নিয়ে জল্পনা, প্রতিবাদ, হাহাকার যখন শেষ হচ্ছে না, ঠিক তখনই রেল চালানোর জন্য রেল মন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য।

প্রসঙ্গত, এদিন টুইটারে রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব আই. এস এইচ. কে দ্বিবেদীর নাম লেখা লেটার হেডে একটি চিঠি দেখা যায়, যেখানে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার সুনিত শর্মাকে লেখা ওই চিঠিতে পুনরায় লোকাল ট্রেন চালানোর আর্জি করতে দেখা যায়।

এই চিঠি টুইটারে আসতেই রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় নেটিজেনরা, তারা একাধিক পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এমনটা হওয়া অস্বাভাবিক নয়, কারণ লকডাউন শেষ হওয়ার পর সব খুললেও স্পেশাল ট্রেন ছাড়া চালানো হয়নি কোনো ট্রেনই, তাতেও সাধারণ বা নিত্য অনেক যাত্রীকে উঠতে বাধা দেওয়া হত, যা নিয়ে প্রতিবাদ মিছিল দেখা যায়, অনেকে আর্জি করে বলেন,-“বেতনের হাফ টাকা যাতায়াতেই চলে যাচ্ছে রেল চললে এমন টা হত না, আবার অনেকে প্রতিবাদী কন্ঠে বলেন, সব কিছু হচ্ছে করোনা হবেনা, কিন্তু ট্রেন চললেই করোনা বাড়বে?” মানুষের এমন আর্জির পর রাজ্য সরকারের এমন পদক্ষেপে সবাই যে খুশি হবে তা বলাই বাহুল্য।

তবে, আদেও কি শিলমোহর পড়বে রাজ্যের চিঠিতে? পূরণ হবে হাজারো মানুষের আর্জি? উত্তর দেবে সময়।