গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড মৃত্যু ভারতে

117

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।এই মূহুর্তে দেশে মোট করোনা আক্রান্ত ২১ হাজার ছাড়িয়েছে।গত ২৪ মৃত্যু হয়েছে ২৯ জনের।সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮১।

অন্যদিকে,এরই মধ্যে সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যাও বেড়েছে।এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪ হাজার ২৫৭ জন রোগী।বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য মিলেছে।

অপরদিকে,আক্রান্তের বিচারে রাজ্যগুলির মধ্যে একইভাবে শীর্ষে রয়েছে সেই মহারাষ্ট্রই। এখানে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫২জন। এর মধ্যে ৭৮৯ জন রোগীকে সুস্থ হওয়ার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে মোট মৃত্যু হয়েছে ২৬৯ রোগীর। দ্বিতীয় স্থানেই গুজরাত। এখানে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৭ জন। ইতিমধ্যেই ১৭৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে এ রাজ্যে ১০৩ জনের। এরপর রয়েছে রাজধানী। নয়াদিল্লিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৮ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ৭২৪ জন রোগী। রাজস্থানে আজ নতুন করে আরও ৪৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এঁদের মধ্যে ২০ জনই যোধপুরের, ১২ জন জয়পুরের, ১০ জন নাগৌড়ের। হনুমানগড় ও কোটায় ২ জন করে এবং আজমেরে ১ জন। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৯৩৫। এঁদের মধ্যে ৩৪৪ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে এ রাজ্যে ২৭ জনের। এরপর রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৯। সুস্থ হয়ে গিয়েছেন ৬৬২ জন রোগী।পাশাপাশি মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ১ হাজার ৪৪৯ জন। এঁদের মধ্যে ১৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অন্যদিকে এ রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জন রোগীর। তেলেঙ্গানায় এ পর্যন্ত ৯৪৫ জন আক্রান্ত, মৃত ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১৯৪ জন রোগী। অন্ধ্রপ্রদেশে মোট ৮১৩ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৪ জনের। ইতিমধ্যেই এ রাজ্যে ১২০ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন।