“প্রশান্ত কিশোর আমাদেরই লোক”  – বিজেপি

100

এবার কি সর্ষের ভেতরেই ভূত! নাকি কৌশলের অস্ত্রে বধ হতে চলেছে তৃনমূল । বোমা ফাটল একুশের আগে, পিকে নির্দেশে একুশের প্রস্তুতি চলেছে, এ একুশ সে একুশ নয়, এ২১ জুলাইয়ের প্রস্তুতি। পিকের নির্দেশিত পথে এখন চলছে রাজ্যের শাসক দল । আর সেই সময় জোর বিস্ফোরন রাজনৈতিক মহলে, শুধু রাজনৈতিক মহল নয় রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রেও এই বিস্ফোরনের আঁচ যে কোথায় যাবে তা কেউ জানে না । আগ্নেয়গিরি থেকে উরদ্গারিত লাভায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে না তো তৃনমূল? কারন পিকে’কে নিয়েই এবার মস্ত বড় বোমা ফাটিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সুনীল সিং। তিনি জানিয়েছেন, ‘যে প্রশান্ত কিশোরকে ধরে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা ভোটে জয়ী হতে চাইছে তৃণমূল, সেই প্রশান্ত কিশোর আমাদেরই লোক। আমরাই পাঠিয়েছি’। তবে এব্যাপারে তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। স্পষ্ট বলেন, “এ ব্যাপারে কোনও কথা বলব না”। তবে এদিন সভার মধ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপির বাংলা দখলের স্বপ্ন চুরমার হবে। একুশে সালে লোকসভার সব হিসেব উল্টে দেবেন মমতা। আমরাই ক্ষমতায় ফিরব।

ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সুনীল সিং
ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সুনীল সিং

এদিকে, এবিষয়ে রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কত নেতা এল আর কত নেতাই না কত কিছুই গেল, তারাই কিছু করতে পারলেন না , আবার প্রশান্ত কিশোর । তিনিও কিছুই করতে পারবেন না, কারন ২০২১ শে তৃনমূল শেষ হচ্ছে এবং হবেই গ্যারান্টি। পরিস্কার কথা মানুষের ওপর থেকে তৃণমূলের ভরসা উঠে গেছে ।