করোনা সঙ্কটের আবহেও ফের বাড়লো পেট্রোল- ডিজেলের দাম

93

দেশে আনলক-1 শুরু হতেই দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। এখন মানুষ নিজের যানবাহন নিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন। ঠিক সময় বুঝেই এই পণ্যের দাম বাড়াচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম।

গত চার দিনের ব্যবধানে বুধবার পেট্রোল প্রতি লিটারে 40 পয়সা এবং ডিজেল প্রতি লিটারে 45 পয়সা বেড়েছে। মঙ্গলবার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে দেখা যায়, 54 পয়সা এবং 58 পয়সা করে। সোমবার পেট্রোলের দাম ছিল 78.46 টাকা। মঙ্গলবার তা হয় 78.98 টাকা। একদিনের ব্যবধানে এবার প্রায় 56 পয়সা দাম বাড়ে।

প্রসঙ্গত, গত দু’মাস অপরিবর্তিত ছিল পেট্রোল ও ডিজেলের দাম। কেন্দ্রে শুল্ক বৃদ্ধি হলেও কলকাতাতে তার কোনো প্রভাব পড়েনি। কিন্তু 8 জুন দেশে আনলক-ওয়ান শুরু হতেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে আকাশছোঁয়া।