নার্সেরা এবার থেকে হতে পারবেন চিকিৎসক, এবছরের জাতীয় শিক্ষানীতির খসড়াতে থাকছে এই নয়া প্রস্তাব

995

ডাক্তারের অভাব মেটাতে এবার থেকে নার্সদের বাড়তি দু’বছরের ফাউন্ডেশন কোর্স করিয়ে এমবিবিএস ডিগ্রি দিতে চাইছে মোদি সরকার। এমনকি এই বছরের জাতীয় শিক্ষানীতির খসড়াতে এই ‘ল্যাটারাল এন্ট্রি’র প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর মিলেছে। এবং সেই খসড়ায় বলা হয়েছে, এ বার মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দাঁতের ডাক্তাররা বিডিএস ডিগ্রি পাওয়ার পর তাঁদের বাড়তি দু’বছরের ফাউন্ডেশন কোর্স করতে হবে, এমবিবিএস ডিগ্রি পাওয়ার জন্য। একই ভাবে নার্সিং নিয়ে ৩ বছরের বিএসসি ডিগ্রি পাওয়ার পর আরও দু’বছরের ফাউন্ডেশন কোর্স করতে হবে নার্সদের এমবিবিএস ডিগ্রি পাওয়ার জন্য। এতেই শেষ নয়,এমবিবিএস পাশ করে বেরিয়ে এমডি-র মতো মেডিক্যালে পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্সে ঢোকার জন্য জাতীয় স্তরে একটি সাধারণ এগজিট পরীক্ষা চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে খসড়া শিক্ষানীতিতে। উল্লেখ্য, ইনটার্নশিপ ধরে এখন এমবিবিএস ডিগ্রি পেতে সময় লাগে সাড়ে ৫ বছর।

প্রসঙ্গত, এর আগে একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যেখানে ৩ বছরের একটি কোর্স করে চিকিৎসক হতে পারা যেত, এদের কে চলতি ভাষায় বলা হত খালি পা ডাক্তার । তবে এবারের ডিগ্রি ধারি নার্সেরা এই সুযোগ পাবেন । মূলত, বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, নার্সদের যদি প্রেস্কিপ্সন লেখার অধিকার দেওয়া যায়, তবে কেন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে না তাঁদের। কিন্তু অবশেষে সেই আলোচনাটি মেডিকেল কাউন্সিল এবং নানা মহলের চাপে অসম্পূর্ণই থেকে যায় । তাই এবার সেই স্বীকৃতি দেওয়ার চেষ্টা শুরু হল বলে । এক্ষেত্রে মনে রাখতে হবে, নার্সিং স্টাফেরা সরাসরি গ্রাম থেকে গ্রামাঞ্চলে রোগীদের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হয়, এবং সেই অভিজ্ঞতার সঙ্গে এই তিন বছরের পাঠক্রম পাশ করানো যায় তবে তারা পুরোপুরি একজন পূর্ণ চিকিৎসক হয়ে উঠতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এক্ষেত্রে এখন দেখার, যারা নিট পাশ করে ৫ বছরের পুর্নাঙ্গ কোর্স পাশ করে চিকিৎসক হয়েছেন তাঁরা এই বিষয়টি কিভাবে নেন, এবং চিকিৎসক মহলের মতামতের ওপর বিষয়টি দাঁড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে ।