উপরাষ্ট্রপতি নির্বাচনেও চমকে দিলেন নরেন্দ্র মোদি

5466

ফের চমক বিজেপির। উপরাষ্ট্রপতি নির্বাচনেও চমকে দিলেন নরেন্দ্র মোদি। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। বিজেপির সংসদীয় দলের বৈঠকে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান নাড্ডা। 

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। পরপর দুই দিন তাঁদের সাক্ষাৎ ঘিরে জল্পনা রটে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করতে পারে বিজেপি। অবশেষে জল্পনাই সত্যি বলে ঘোষণা করলেন নাড্ডা। 

উল্লেখ্য, ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে জয়ী হন ধনকড়। এর আগে রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি। রাজনীতিক হিসেবে দীর্ঘ পথচলার পর এবার বিজেপির তরফে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হল।