আক্রান্তে চতুর্থ স্থান, মৃত্যুর নিরিখে নবম স্থান, ‘জরুরি পরিস্থিতি’-র জন্য তৈরি হওয়ার নির্দেশ মোদির

63

ইতিমধ্যে আক্রান্তের নিরিখে বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্য চতুর্থ স্থানে রয়েছে ভারত। অন্যদিকে করোনা সংক্রমণে প্রাণহানির দিক দিয়ে গোটা বিশ্বের নবম স্থানে উঠে এসছে ভারত। সেদিকে তাকিয়ে করোনা মোকাবিলার জন্য হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা কতখানি প্রস্তুত, তা খতিয়ে দেখতে এ দিন পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নমুনা পরীক্ষার পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের বেড এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষত বড় শহরগুলিতে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় সেখানে চিকিৎসা পরিকাঠামো আরও বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর এ দিনের পর্যালোচনা বৈঠকে আলোচনায় দেখা যায়, দেশের মোট করোনা আক্রান্তের দুই তৃতীয়াংশই পাঁচটি রাজ্যে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বড় শহরের অবস্থা সবথেকে খারাপ। সেই তালিকায় রয়েছে, মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, সুরাত, পুণে, ইনদওর এবং কলকাতা।

এদিকে বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে ‘জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা’ তৈরি করে রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মাথায় রেখে শহর এবং জেলা ধরে ধরে হাসপাতাল এবং বেডের সম্ভাব্য চাহিদা অনুযায়ী তালিকা তৈরি করতে বলা হয়েছে। উল্লেখ্য, তবে এতসব উদ্বেগের মধ্য আশার আলো হল, ইতিমধ্যে দেশে ১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজারের কাছাকাছি। এবং মোট সুস্থ হওয়ার নিরিখে গোটা বিশ্বে ৬ নম্বরে রয়েছে ভারত।