এপ্রিলে লোকসভা নির্বাচন? তারিখ ফাঁস, দেশ জুড়ে শোরগোল

185

লোকসভা নির্বাচন কবে? দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) একটি নির্দেশিকার বয়ানে ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই নির্দেশিকা। তবে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়ে দিলেন যে, এমন জল্পনা ভিত্তিহীন। নির্দেশিকায় যে তারিখের উল্লেখ করা হয়েছে, তা শুধুই নমুনা হিসেবে বোঝার জন্য লেখা হয়েছিল। দিল্লির সিইও-এর তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘কমিশনের জারি করা একটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে মিডিয়া ও অনেকে প্রশ্ন করছেন যে, আগামী ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন হবে কি না? স্পষ্টভাবে জানানো হচ্ছে, আধিকারিকদের নমুনা হিসেবে ব্যবহারের জন্য ওই তারিখটির উল্লেখ করা হয়েছে।’

দিল্লির ১১টি জেলার নির্বাচনী আধিকারিকের উদ্দেশে পাঠানো ওই নির্দেশিকায় ১৬ এপ্রিলকে সম্ভাব্য দিন ধরে নির্বাচনী প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ কবে হতে পারে, তা নির্ধারণের জন্য বলা হয়। তবে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা না হলেও সম্ভবত এপ্রিল বা মে মাসেই লোকসভা নির্বাচন হতে পারে। ২০১৯ সালে সাত দফায় ১১ এপ্রিল নির্বাচন শুরু হয়। চলেছিল ১৯ মে পর্যন্ত। ২৩ মে ফল ঘোষণা হয়।