ফের লকডাউন! চোখ রাঙাচ্ছে করোনা

7909

ফের চোখ রাঙাচ্ছে করোন। মারণ ভাইরাসের নতুন ঢেউ ফের বিশ্বকে তছনছ করতে পারে বলে আশঙ্খা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এই পরিস্থতিতে করোনা আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স বাড়ানোর জন্য মঙ্গলবার রাজ্য সরকারগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিন রাজেশ ভূষণ বলেন,‘জাপান,আমেরিকা,চিন,ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ায় যেভাবে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা যথেষ্ট উদ্বেগের। ফলে দেশে নতুন কোনও ভেরিয়েন্ট জানা দিয়েছে তা জানতে করোনা আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স – এর। উপর জোর দেওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।’