প্রয়াত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব

2969

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। প্রায় একমাস ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসায় সাড়াও দিতে শুরু করেছিলেন বলে খবর। তবে হল না শেষ রক্ষা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। আজ সকাল ১০টা ২০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। জিম করতে করতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে স্থানান্তরীতও করা হয়। কিন্তু যত দিন গড়াচ্ছিল আরও খারাপ হচ্ছিল রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা। এরই মধ্যে খবর আসে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। কিন্তু তাতেও লাভ হল না। প্রায় ৪০ দিনের কঠিন লড়াইয়ের পর হার মানলেন সবার প্রিয় গজোধর। উত্তরপ্রদেশের কানপুরে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন রাজু শ্রীবাস্তব। যদিও বিনোদন জগতে ১৯৮০ সাল থেকেই কাজ করছিলেন, একুশ শতকেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। একুশ শতকের প্রথম দিকের টিভি দুনিয়ার অন্যতম সেরা কৌতুকাভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-এর বিজেতা হন। টিভি সেটের মাধ্যমে প্রবেশ করেন ভারতের কোটি কোটি দর্শকের মনে। তাঁর মৃত্যুতে বিনোদন জগতের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রেই শোকের ছায়া।