জানুন অমৃতপাল সিং এর আসল পরিচয়

২৩ এপ্রিল রবিবার সকালে পাঞ্জাব থেকে গ্রেফতার হন পাকিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং দীর্ঘ ৩৭ দিন পুলিশের চোখে ধুলো দেওয়ার পর আত্মসমর্পণ করেন তিনি কিন্তু বর্তমানে প্রশ্ন কে এই অমৃতপাল সিং কেনই বা তাঁকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খুঁজছিল পুলিশ আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ব্যক্তির আসল পরিচয়

অমৃতসরের কাছে জাল্লুপুর খেড়া গ্রামের যুবক অমৃতপাল সিং। স্কুলের গণ্ডি পেরিয়েই বছর দশেক আগে পরিবারের পরিবহন ব্যবসা দেখাশোনা করতে দুবাই পাড়ি দেন তিনি। ভারতের পাসপোর্ট থাকলেও কানাডার স্থায়ী বাসিন্দা অমৃতপাল। ভারতের কৃষক আন্দোলনে পরিচিতি পাওয়া পাঞ্জাবি গায়ক দীপ সিধু ২০২১ সালের শেষের দিকে ওয়ারিস পঞ্জাব দি নামে একটি সামাজিক সংগঠন করে তোলেন। কিন্তু ২০২২ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরেই সংগঠন দু টুকরো হয়ে ভেঙে যায়।

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ওয়ারিস পঞ্জাব দি – র একটি গোষ্ঠী তাঁদের নতুন নেতা হিসেবে বেছে নেয় অমৃতপাল সিংকে। সংগঠনের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই তাঁর বক্তৃতায় স্পষ্ট শোনা যেত তিনি গুরু ভিন্দ্রানওয়ালের মতোই খালিস্থানের পক্ষে লড়ে যাবেন।

তাঁর ধর্মীয় বক্তৃতা শুনতে ভিড় জমাতেন বহু মানুষ। সভা সমিতিতেই তিনি একটা কথা বারবার তুলে ধরতেন। বলতেন, শিখ সম্প্রদায়ের মধ্যে গত দেড়শ বছরে ক্রীতদাসের মনোভাব ঢুকে গেছে। আগে ছিল ব্রিটিশদের দাস, এখন হয়েছে হিন্দুদের দাস। জানা যায়, সব সময় ১০ থেকে ১৫ জন অনুচর নিয়ে ঘোরাফেরা করতেন অমৃতপাল সিং। এমনকি তাঁর গাড়ির মধ্যে থাকতো অন্তত আধাডজন এসইউভি। তাঁর কোমরে সব সময় থাকতো তরবারি সাইজের বিশাল একটি কিরপান। কিন্তু সমস্যা শুরু হয় গত ফেব্রুয়ারি থেকে। তাঁর কয়েকশো সশস্ত্র অনুগামী অমৃতসরের কাছে আজনালাতে তাদের এক সহকর্মীকে ছাড়িয়ে আনতে থানায় আক্রমণ চালায়। সেই সময় তাদের মুখে শোনা গিয়েছিল খালিস্থানের স্লোগান। এমনকি আগ্নেয় অস্ত্র ও কিরপান দিয়ে পুলিশের উপরে হামলা চালানো হয়েছিল। আর এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রক ও পঞ্জাব সরকার আলোচনায় বসে সিদ্ধান্ত নেয় ধরতে হবে অমৃতপাল সিংকে।