১২ জেলায়, ১৯ জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে!

1365

চুক্তিভিত্তিক সেনানিয়োগ অর্থাৎ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তাল বিহার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৯ জুন পর্যন্ত 12 টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিহার প্রশাসন।

বিহার প্রশাসন সূত্রে খবর, কইমুর, ঔরঙ্গবাগ, রোহতাস, বক্সার, নওয়াদা, পশ্চিম চম্পারন, সমস্তিপুর, লখিসরাই, বেগুসরাই, বৈশালী এবং সরণ জেলায় ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের কথা ঘোষণা করা হয়। এরপর থেকেই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তার প্রভাব দেখতে পাওয়া যায়। কেন্দ্রের তরফে বলা হয় চার বছরের জন্য সেনাবাহিনীতে কাজের সুযোগ পাওয়া যাবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অগ্নিপথ’। অংশ নিতে পারবেন ১৭ থেকে ২১ বছর বয়সী ছেলেমেয়েরা। কিন্তু স্বল্প মেয়াদী এই প্রকল্পে অবসর পরবর্তী সুযোগ সুবিধার কথা উল্লেখ নেই। এছাড়াও ৪ বছর পর অবসরপ্রাপ্তদের কী হবে তাই নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।