আবার ধাক্কা কেন্দ্রের!ঝাড়খণ্ডেও নাগরিকত্ব আইন কার্যকর হবে না,পষ্ট জানিয়ে দিলেন হেমন্ত সরেন!

49

আবার ধাক্কা খেল কেন্দ্র! আগেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবার মমতাকে অনুসরণ করলেন ঝাড়খণ্ডের নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের একজন নাগরিকও যদি এই সংশোধিত নাগরিকত্ব আইন বা এনআরসি বা এনপিআরের জন্য উদবাস্তু হন, এই আইন এবং এনআরসি ঝাড়খণ্ডে কার্যকর করব না। স্পষ্ট জানিয়ে দিলেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী বিজেপি। ক্ষমতায় আসতে চলেছে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন জেএমএম, কংগ্রেস এবং আরজেডি।

উল্লেখ্য,মঙ্গলবার হেমন্ত সরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌আমি এখনও সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি খুঁটিয়ে দেখিনি। দ্রুত এই আইন এবং এনআরসি নিয়ে রাজ্যস্তরের পর্যালোচনা করব।এদিকে এনপিআর–এ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন নাগরিক আইনের জন্যেই মানুষ আজ রাস্তায় নেমেছে। আমি শুধু জানিয়ে রাখতে চাই, এই আইন এবং এনআরসির জন্য যদি ঝাড়খণ্ডের একজন মানুষকেও দেশছাড়া করা হয়েছে, এই আইন এখানে কার্যকর কবর না।’

অন্যদিকে,বিধানসভায় এতবড় জয় নিয়ে হেমন্ত সোরেন বলেন, ‘‌বিজেপির বিভাজন–মূলক নীতির জন্যেই তাদের পরাজয় হয়েছে। আমরা সরকারে এসেই ‌আগে জমি অধিকার আইন খতিয়ে দেখব। যাঁদের জমি নেই, তাঁদের জমি দেব। বেকারত্ব সমস্যার সামাধান করতে হবে। এছাড়াও সেচ ব্যবস্থা, পানীয় জল কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টি দেখব। স্থানীয় ইস্যু নিয়েই রাজ্যের নির্বাচন হয়।’‌