কপালে হাত শাসক দলের! গোয়াতে আরও শক্তিবৃদ্ধি তৃণমূলের

125

উত্তর-পূর্বের রাজ্য দখলের পরে, এবার তৃণমূলের (TMC) নজরে দেশের পশ্চিমাঞ্চল । তৃণমূল কংগ্রেস শিবির সূত্রে খবর, আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে তৎপর তারা। আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট (Goa Assembly Election 2022)। সেখানেই আসন দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। এদিকে, গোয়াতে ঘাসফুল ফোটাতে মরিয়া ডেরেক- প্রসূন এবং মানস ভূঁইয়ারা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন নেতৃত্বরা। শুধু তাই নয় রোজ কোনও না কোন কংগ্রেসের নেতা-নেত্রী কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেই যোগদানের ধারা অব্যাহত রইল বুধবারও। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস মহিলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদিকা রিয়া রাঠোর। এদিন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এরই পাশাপাশি এদিনই উলহাস ভাস্কার, উমেশ বাউকার , রামদাস কোলে, প্রভাকর ভোজ্জী মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন।