খুবই তাড়াতাড়ি বাজারে আসতে চলছে ‘গোমূত্র’ দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার

187

করোনা মহামারিতে মানুষকে জীবাণুমুক্ত রাখতে এবার গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে ভারতের একটি প্রতিষ্ঠান। গোমূত্র ব্যবহার করে গো সেইফ নামের এই হ্যান্ড স্যানিটাইজার আগামী সপ্তাহে বাজারে ছাড়ার ঘোষণা করেছে গুজরাটের একটি সমবায় প্রতিষ্ঠান। এর আগে, রাজস্থানের একটি প্রতিষ্ঠান গোবর ব্যবহার করে তৈরি মাস্ক বাজারজাত করে। মূলত, গুজরাটের জামনগরভিত্তিক সমবায় প্রতিষ্ঠান কামধেনু দিব্য আশাধি মহিলা মান্দালি গোমূত্রের স্যানিটাইজার তৈরি করেছে। গুজরাটের এই প্রতিষ্ঠান দেশটিতে লকডাউনের সময় গোমূত্রের তৈরি গো প্রোটেক্ট নামে একটি সারফেইস স্যানিটাইজার এবং ঘর-বাড়ি জীবাণুমুক্ত করার জন্য গো ক্লিন নামের তরল ক্লিনার নিয়ে আসে।