স্বস্তি পেলেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট

64

সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে ও স্বস্তি শচীন শিবিরের।সুপ্রিম কোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। শুক্রবার রাজস্থান হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিন আদালত জানায়, পাইলট ও ১৮ জন বিধায়কের বহিষ্কারের মামলায় স্বাভাবিক অবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ গত ১৪ জুলাই রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশী যে বহিষ্কারের নোটিশ দিয়েছিলেন, তা নিয়ে কোনও পদক্ষেপ এখনি নেওয়া যাবে না।

হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্যপালের কাছে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। কেন বিধানসভার অধিবেশন ডাকা হচ্ছে না, রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। বিজেপির মদতে বিধায়কদের বন্দী করছেন পাইলট ফের তোপ দাগেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এদিকে রাজ্যপাল জানিয়েছে, করোনার কারণে অধিবেশন ডাকা সম্ভব নয়। সামাজিক দূরত্ব মেনে অধিবেশন অসম্ভব।