ঘূর্ণিঝড় ফনির প্রভাবে বাতিল পুরী যাবার সমস্ত ট্রেন!

85

ইতিমধ্যে নিজের শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় ফনি। আপাতত অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড়। সেখানে ১৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রথমে মনে করা হয়েছিল অন্ধ্র থেকে সোজা দিঘা উপকুলে ঢুকবে ফনি। কিন্তু আপাতত গতিপথ ঘুরিয়ে যেকোনও মুহূর্তে ওড়িশা উপকূলের যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেখানে থেকে তিন তারিখ সন্ধে সাড়ে আটটার পরে এ রাজ্যে ঢুকবে ফনি। আর এবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবে ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। বেশ কিছু ট্রেন বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ।

উল্লেখ্য বৃহস্পতিবার, রাতেই ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ফনি। সেই কারণে ওই সময় ওড়িশার ভদ্রক থেকে বিশাখাপত্তনম পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক। যাত্রী সুরক্ষার সঙ্গে কোনও আপোষ করা হবে না। বৃহস্পতিবার থেকেই পূর্ব উপকূল বরাবর বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। ট্রেন চালানোর বিষয় নিয়ে পূর্ব উপকূল বাহিনীর সঙ্গে যোগেযোগ রাখা হচ্ছে। এমনকি বিভিন্ন রাজ্যে থেকে পুরীতে আগামী দু-তিন দিন কোনও ট্রেন ঢুকবে না বলেও সূত্র মারফত জানা গিয়েছে। তবে কোন অসুবিধে হলে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে এ রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ঘোষ। আপাতকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।