বিতর্কের অবসান! ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, তবে একটি সমস্যা থেকেই যাচ্ছে?

43

অবশেষে ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে বিতর্কের অবসান ঘটালো কেন্দ্রীয় সরকার। অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতে তৈরি দু’টি করোনার ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় কিনে রাজ্য সরকারগুলিকে তা বিনামূল্যই দেবে। কেন্দ্রের জন্য দু’টি ভ্যাকসিনের ক্রয়মূল্য ১৫০ টাকাই থাকবে ৷ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু’টি ডোজ় বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে সরবরাহ করবে। তবে, রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্ধারিত দাম নিয়ে কোনও মন্তব্য করেনি স্বাস্থ্য মন্ত্রক।

উল্লেখ্য, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেবার ঘোষণা করা হলেও, একটি সমস্যা থেকেই যাচ্ছে, তা হল, এবার থেকে কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে রাজ্যগুলিকে। অর্থাৎ কেন্দ্র যে হারে ভ্যাকসিন পাঠাবে, সেই মতো টিকাকরন হবে রাজ্যে। নাহলে রাজ্য সরকারগুলিকে সরাসরি ভ্যাকসিন নিতে হলে ৪০০ টাকা দিয়েই কিনতে হবে। মূলত, আগামী ১লা মে থেকে দেশে সব প্রাপ্ত বয়স্কদের টিকাকরন শুরু হবে, ফলে সেই সময় ভ্যাকসিনের চাহিদা অনেক বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে একই ভ্যাকসিনের ক্রয়মূল্যে বৈষম্য কেন হবে সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে রাজ্যগুলি প্রবল আপত্তি জানিয়েছিল। বিশেষত যে রাজ্যে বিজেপির সরকার নেই সেই সব রাজ্যগুলিতে জোর বিতর্কের সৃষ্টি হয়। এরপরেই আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তরফে একথা টুইট করে জানানো হয়।