প্রতিদিনই নিজের রেকর্ড ভেঙে চলেছে করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১,৪৬৬ জন

39

গত বছর ঠিক এই সময়ে লকডাউনের বয়স ছিল মাত্র ৮ দিন। মূলত করোনা সংক্রমণ ঠেকাতে এহেন সিন্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে নতুন বছরের (২০২১) শুরুতে অনেকেই ভেবছিল করোনার দিন শেষ হয়ে এসেছে! কিন্তু জানেন কি আবারও, রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১,৪৬৬ জন। গত ৬ মাসে এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ এর আগে, গত বছর ১১ অক্টোবর দেশে করোনার কবলে পড়েছিলেন ৭৪.৩৮৩ জন ।

উল্লেখ্য, শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে যে, নয়া সংক্রমণে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১.২৩ কোটি ৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৬৯ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয় ১,৬৩,৩৯৬ জন ৷ দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,১৪,৬৯৬ ৷ করোনা রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে মহারাষ্ট্র, ছত্তিসগড়, কর্নাটক, পঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, গুজরাত ও মধ্যপ্রদেশে । এদিকে, এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ৬,৮৭,৮৯,১৩৮ জনের । ১লা এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় ধাপের কোভিড টিকাকরণ । এই দফায় 45 বছরের উপরে সবার টিকাকরণ করা হবে।