এবার যোগীর রাজ্যে সারদা ও রোজভ্যালির চেয়েও বড়সড় চিটফাণ্ড কেলেঙ্কারি!

275

এবার যোগীর রাজ্য উওরপ্রদেশ চিটফাণ্ড কেলেঙ্কারির কালো চাঁদরে ঢাকল। প্রতারিত মানুষের সংখ্যা মমতার রাজ্যকেও হার মানিয়েছে। সারদার থাবা, আর রোজভ্যালির সৌরভের কাঁটা ছিন্নভিন্ন হয়ে গেছে তৃনমূল। নেতিয়ে পড়ছে জোড়াফুল , অন্যদিকে পদ্মফুলের গায়ে এবার কালো দাগ। অর্থাৎ প্রতারিতর সংখ্যা ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি সাধারণ মানুষ। উল্লেখ্য, বাইক বোট নামে বাইক ট্যাক্সি পরিহণ পরিষেবারই এক চিটফাণ্ড প্রকল্প বিস্তার করে তার শাখা-প্রশাখা। যাতেই টাকা রেখে এবার প্রতারিত সাধারণ মানুষ। ২০১৭ সামনে আসে এই অনলাইন অর্থিক লেনদেনের চিটফাণ্ডটি। যা নয়ডায় হওয়ায় সর্বকালের বৃহৎ চিটফাণ্ড কাণ্ড বলে দাবি পুলিশের। ইতমধ্যে নয়ডা, জয়পুর, মথুরা, হায়দরাবাদ, বারানসী, এবং দিল্লি জুড়ে প্রায় ৪০টি এফ আই আর দায়ের হয়েছে। এখনও প্রতিদিন অভিযোগ দায়ের হচ্ছে বিভিন্ন পুলিশ স্টেশনে।

তবে, সোশ্যাল ট্রেডের সদস্য অনুভব মিত্তল ইতমধ্যে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। যার জেরে ইতমধ্যে থানায় আত্মসমর্পণ করেছেন সঞ্জয় ভাটিয়ে নামে এক ব্যক্তি। যনি এক সময় বিএসপি-র সদস্য ছিলেন। অপর সদস্য বিজয় পাল কশাননকে স্থানীয় একটি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাইক বোট নামে এই অ্যাপ ইনভেস্টমেন্ট সাইটে চলা চিটফাণ্ড টি ২০১৭ সাল থেকে জাল বিস্তার শুরু করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যাতে এককালীন ৬২ হাজার ১০০ টাকা ইনভেস্ট করলে, মাসে ৯ হাজার ৭৫৬ টাকা মাসে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ক্রেতাদের দিয়েছিল এই সংস্থা।