অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিল চীন!

44

বিগত কয়েকমাস ধরে সীমান্তে ভারত-চীনের মধ্যে উত্তেজনা চরমে, যুদ্ধের প্রস্তুতিতে খামতি রাখছে না কোনো দেশই, ভারতে নবনির্মিত অটল টানেল যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য অন্যতম শক্ত হাতিয়ার বলে মনে করছেন অনেকেই। আর তাই এবার চীনের ক্ষোভের মুখে অটল টানেল!

রোহতাংয়ের অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন চীনা রাষ্ট্রপতি জিনপিং। কেন এই নবনির্মিত টানেলকে লক্ষ্যবস্তু করছে চীন? তবে কি সত্যিই অটল টানেল চীনের জন্য ভয়ের বাতাবরণ তৈরি করছে?প্রসঙ্গত, অটল টানেল তৈরির ফলে মানালি থেকে লে পৌঁছানো হয়ে যাবে খুব সহজ এবং দ্রুত? মাত্র ৪ ঘন্টার ব্যবধানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে সেনা বাহিনী!

তবে, চীন সম্প্রতি ভারতের এই টানেলের সাফল্য অস্বীকার করে বলেছে যুদ্ধের সময় এই টানেল ব্যবহার করার আগেই আমরা এই টানেল উড়িয়ে দেব।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-চীন সীমান্তে রোহতাংয়ে অটল টানেল উদ্বোধন করেছেন।