তদন্ত করতে দরকার হবে না রাজ্যের অনুমতি, সিবিআইকে আরও বেশি ক্ষমতা দিতে উদ্যোগী কেন্দ্র

এবার কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতা দেশে প্রয়োগ করতে উদ্যোগী হয়ে উঠল। অর্থাৎ সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরি করতে উদ্যোগী হয়ে উঠেছে মোদী সরকার। জানা গিয়েছে, নতুন আইনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে থাকবে অনেক বেশি ক্ষমতা। যার জন্য রাজ্য সরকারের কাছেও সম্মতি নেওয়ার প্রয়োজন করবে না তারা।

প্রসঙ্গত, বর্তমানে সিবিআই দিল্লির স্পেশাল পুলিশ স্টাবলিশমেন্ট আইনের আওতায় কাজ করে। যার কারণে কোনও রাজ্যের তদন্ত শুরু করার আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে সম্মতি নিতে হয়। এবার সিবিআই এর জন্য আলাদা আইন আইন তৈরি নিয়ে ভাবনাচিন্তার পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জন্য নতুন আইন তৈরি করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মী বিষয়ক মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠকে করেছে।

কমিটির তরফে জানানো হয়েছে, সিবিআই যে আইনের আওতায় কাজ করে, তাতে তাদের কাজের পরিধি সীমিত। তাই নতুন আইন তৈরি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে শক্তিশালী করার পাশাপাশি তাদের কাজকর্ম এবং অধিকারও নির্ধারণ করা হোক। পাশাপাশি আরও বলা হয়েছে, সিবিআই এর জন্য আলাদা আইন তৈরি হলে তাতে যেন নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। কারণ সিবিআই এর নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা।