উত্তরপ্রদেশ পুলিশের সমালোচনায় এবার মহারাষ্ট্রের বিজেপি নেত্রী! কেন? পড়ুন

57

যেই রক্ষক সেই ভক্ষক, এই কথাই দেশজুড়ে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যে পুলিশের সাধারণ মানুষকে সাহায্য করা তাদের রক্ষা করার কথা, সেই পুলিশই মানতে চাইছে না ধর্ষণের কথা। হাথরস ঘটনার পর থেকে সারা দেশজুড়েই সমালোচনার মুখে উত্তর প্রদেশ পুলিশ, সাথে সাসপেন্ড হয়েছে একাধিক পুলিশ কর্মকর্তা। এবার কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর পোশাক ধরে টেনে ফের বিক্ষোভের মুখে উত্তরপ্রদেশ পুলিশ।
ঘটনার সূত্রপাত, এদিন যখন প্রিয়াঙ্কা গান্ধী নির্যাতিতার বাড়ি যাচ্ছিলেন প্রথমে তাদের আটকায় পুলিশ, এমনকি বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জও কড়ে তারা, সাথে কংগ্রেস নেত্রীর পোশাক ধরে টানতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মীকে। এরপর নিন্দার ঝড় ওঠে সারা দেশজুড়ে, এমনকি বিজেপির এক নেত্রী রেগে গেলেন এহেন ঘটনায়।

মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ঘটে যাওয়া এহেন ঘটনা নিয়ে টুইট বার্তায় লেখেন, ‘ পুরুষ পুলিশের সাহস কী করে হয় মহিলা নেত্রীর পোশাকে হাত দেওয়ার!.. ‘ এরপরই তিনি ক্ষোভ উগড়ে লেখেন, কোনও মহিলা নেত্রী যদি প্রতিবাদে এগিয়ে আসেন, তাহলে পুলিশের উচিত মহিলার মর্যাদা সম্পর্কে খেয়াল রাখা।” শুধু এই নয় এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এমন পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে’ আস্থা রাখা যোগী আদিত্যনাথ এমন পুলিশের ব্যবহার যেন বরদাস্ত না করেন।’