বিরাট খবর:হরিয়ানাতে বিজেপি সরকার ভেঙে যাওয়ার মুখে?জল্পনা তুঙ্গে

722

সম্প্রতি ঝাড়খণ্ডে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি।সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে,হরিয়ানাতেও কি তাহলে বিজেপির সরকার পড়ে যাবে?কিছুদিন আগেই হরিয়ানাতে সরকার গড়েছে বিজেপি।

প্রসঙ্গত,হরিয়ানাতে ভোট প্রচারে বিজেপি বিরোধী কথাবার্তা বলে দশটি বিধানসভা কেন্দ্র দখল করেছে দুষ্মন্ত চৌটালেল নেতৃত্বাধীন জেজেপি।কিন্তু নির্বাচনের পর বিজেপির সাথে হাত মিলিয়ে নেন দুষ্মন্ত চৌটাল।এই পরিস্থিতিতে জেজেপি নেতা রামকুমার গৌতম বেফাঁস মন্তব্য করলেন।এদিন তিনি বলেন,’দুষ্মন্ত চৌটালার মনে উচিত,দলের বিধায়কদের সমর্থনে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন।যে দলের বিরুদ্ধে প্রচার করে আমরা ক্ষমতায় এসেছি।তাদের সঙ্গে হাত মেলানো উচিত হয়নি।এতে আমি খুব আঘাত পেয়েছি।আমি কেন দলের প্রায় অনেক বিধায়ক জানতেন না যে দুষ্মন্ত বিজেপির সাথে হাত মিলিয়ে সরকার গড়বেন।দুষ্মন্ত নিজের দলের লোকজনদের ভুলে গিয়েছেন।’

জেজেপির দলের প্রবীণ নেতা রামকুমার গৌতম বেফাঁস মন্তব্যে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কি আরেকটি রাজ্যেও ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি?