বড় খবর: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

5747

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) কেন্দ্র করে সরগরম রাজনীতি। মঙ্গলবারই বিরোধী জোটের তরফে যশবন্ত সিন্হাকে (Yashwant Sinha) রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এদিন, NDA জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণা করেন। বিজেপির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম আদিবাসী মহিলা নেত্রীকে প্রার্থী করল বিজেপি। জয়লাভের পর তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

দ্রৌপদী মুর্মু-র পরিচয় : ওড়িশার ময়ুরভঞ্জ আদিবাসী জেলার রায়রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন তিনি। দ্রৌপদী মুর্মু ১৮ মে ২০১৫ থেকে ১২ জুলাই ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল ছিলেন তিনি। দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী মহিলা গভর্নর।

দ্রৌপদী মুর্মু-র রাজনৈতিক জীবন: ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময়, তিনি ৬ মার্চ, ২০০০ থেকে ৬ আগস্ট, ২০০২ পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং ৬ আগস্ট, ২০০২ থেকে ১৬ মে, ২০০৪ পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বতন্ত্র দায়িত্বে রাজ্য মন্ত্রী ছিলেন। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং রায়রাংপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের দায়িত্বও সামলেছেন।

ওড়িশা থেকে প্রথম মহিলা এবং আদিবাসী নেত্রী এক রাজ্যের রাজ্যপাল

ওড়িশা থেকে প্রথম মহিলা এবং আদিবাসী নেত্রী যিনি ভারতের একটি রাজ্যে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।

স্টার পারফরমাররা বিধায়ক হিসেবে “নীলকন্ঠ পুরস্কার” পুরস্কৃত হয়েছেন তিনি। ওড়িশার বিধানসভা দ্বারা ২০০৭ সালের সেরা বিধায়ক হিসেবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচন ২০২২-এর প্রার্থী হিসেবে যশবন্ত সিন্হার বিপক্ষে লড়বেন দ্রৌপদী মুর্মু।