BIG BIG BREAKING: লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়াল সরকার

45

৩১ মে শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্যায়।শেষ হওয়ার আগেই রাজ্য পঞ্চম দফার লকডাউন ঘোষনা করে দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। স্কুল, কলেজও খোলার ব্যাপারে ছাড়পত্র দিয়েছেন তিনি। তবে এবিষয়ে ১৩ জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিবরাজ। এছাড়া ১ জুন থেকে রাজ্যে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানগুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে বর্তমানে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭,৬৪৫। মৃত্যু হয়েছে ৩৩৪ জনের।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৭ হাজার ৯৬৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এপর্যন্ত সর্বাধিক। মৃত্যু হয়েছে ২৬৫ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। এঁদের মধ্যে অবশ্য ৮২ হাজার ৩৬৯ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৯৭১ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২২। আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে।