প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ‘এনআরসি’ তালিকা, কেমন আছো অসম?

72

আগামীকাল অসমে প্রকাশিত হতে চলেছে ‘এনআরসি’র চূড়ান্ত তালিকা । আর তার আগে অর্থাৎ আজ থেকেই অসমে জারি করা হল ১৪৪ ধারা। মূলত, গুয়াহাটি ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে । সর্বত্র সতর্ক করা হয়েছে প্রশাসনকে । সরকারের আশঙ্কা, নাগরিকপঞ্জি ঘিরে উত্তেজনা ও অশান্তি ছড়াতে পারে। গুয়াহাটির দিসপুরে জারি হয়েছে ১৪৪ ধারা, যেখানে রয়েছে সচিবালয় ও বিধানসভা। এছাড়া, ভাঙাগড়, বশিষ্ঠ, হাতিগাঁও, সোনাপুরন্দ ক্ষেত্রী থানা এলাকাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনওরকম গুজবে কান না দিতে নাগরিকদের আবেদন জানানো হয়েছে। এদিকে যাদের নাম বাদ পড়ছে, তাদের সুরক্ষার সব ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছে সরকার।

উল্লেখ্য, চূড়ান্ত নাগরিকপঞ্জির তালিকায় বৈধ ভারতীয় নাগরিকদের নাম প্রকাশ করা হবে। তবে যারা বাদ পড়বে তাঁদের এখনই বিদেশি বলে চিহ্নিত হবে না। তারা ফের আবেদন করতে পারবে। সেজন্য তারা তিনমাস সময়ও পাবে। সরকার তাদের আইনি সাহায্য দেবে। বিদেশি ট্রাইবুনালের সংখ্যাও বাড়ানো হয়েছে।