অসমে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, জলের তলায় ৮১১টি গ্রাম

অসমে ভারী বৃষ্টিপাতের জেরে ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে ২০ জেলার রেল যোগাযোগ ব্যবস্থা। সতর্কতা জারি হয়েছে পুরো রাজ্য জুড়ে। মূলত, ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল ও মেঘালয়ে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। স্রোতের তোড়ে স্টেশিনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগি উল্টে যাওয়ার ভীডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা মোকাবেলায় সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্গতদের সাহায্যে এরই মধ্যে ৮৯ টি সহায়তা ক্যাম্প বসানো হয়েছে বলে খবর।

এদিকে রাস্তা ও রেলপথের একাংশ স্রোতে ভেসে যাওয়ায় প্রায় ২ লক্ষ বাসিন্দা দেশের অন্য অংশের থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। সব মিলিয়ে ৮১১টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। ১২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫২৬২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। এর জেরে তাঁরা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।