কেন গ্রেপ্তার করা হল রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে?

56

গ্রেফতার হলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। ২ বছর আগে ৫৩ বছরের একজনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে মুম্বইয়ে তাঁর বাড়িতে হানা দেয় রায়গড় থানার পুলিশ আধিকারিকরা। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

 

সূত্র মারফত জানা গেছে, ২০১৮ সালের মে মাসে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিডাইনার অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক। তাঁর লেখা সুইসাইড নোটে অর্ণব গোস্বামী-সহ ২ জনের নাম ছিল। তাঁরা হলেন ফিরোজ শেখ ও নীতেশ সারদা। তাঁরা ৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি বলে নোটে অভিযোগ তুলেছিলেন অন্বয়। পাওনা টাকা না দেওয়ার জেরে আর্থিক সমস্যায় পড়েছিলেন তিনি। অন্বয় কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রিপাবলিক টিভির হয়ে কাজও করেছিল অন্বয়ের সংস্থা। এরপর অন্বয়ের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা রুজু হয়েছিল। এই মামলার তদন্ত বন্ধ হয়ে গেলেও চলতি বছরের মে মাসে ফের এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ আত্মঘাতী ইন্টেরিয়র ডিজাইনারের মেয়ে নতুন করে অভিযোগ দায়েরের পরই এই নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার৷ 

টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন, প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।