৫জি পরিষেবার কথা ঘোষণা হতেই ফের রিচার্জের দাম বাড়াতে চলেছে আম্বানির জিও!

আর মাত্র ২ মাসের অপেক্ষা তারপরই বাজারে আসছে রিলায়েন্স জিও ৫জি। দেশের ৪ মেট্রো শহরে প্রথম আত্মপ্রকাশ করবে রিলায়েন্স জিও ৫জি। আজ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় একথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। তবে এদিন যতটা খুশির সংবাদ দিয়েছেন মুকেশ আম্বানি ঠিক ততটাই ভেসে এসেছে দুঃসংবাদও । সূত্র মারফত জানা গিয়েছে, ফের বাড়তে চলেছে রিলায়েন্স জিওর রিচার্জের দাম। আবারও ট্যারিফ বাড়াতে পারে জিও।সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে এরকমই এক তথ্য। এই মন্তব্য করেছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বিদেশি গবেষণা সংস্থা জেফরিজ।

জেফরিজ তাদের প্রতিবেদনে বলেছে, ২০২১-২২ সালে রিলায়েন্স জিও প্রতি ব্যবহারকারীর থেকে ১৫০ টাকা গড় আয় করেছিল। যা এখন বেড়ে ১৭৬ টাকা হয়েছে। জেফরিজ আশা করে, ২০২৫ সালের মধ্যে ট্যারিফ বাড়ানোর পরে, ব্যবহারকারী প্রতি গড় আয় বেড়ে ২০০ টাকার বেশি হয়ে যাবে। তবে এটি প্রিপেইড ও পোস্ট পেইড ট্যারিফ বৃদ্ধির পরেই সম্ভব। আসলে, ৫জি স্পেকট্রামের ব্যয়বহুল নিলামের পরেই মোবাইলের ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশে তিনটি টেলিকম কোম্পানি ও আদানি গ্রুপ ৫জি স্পেকট্রাম নিলামে ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য দরপত্র দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ব্যায়ের পর মোবাইল কোম্পানিগুলি ট্যারিফ বাড়তে বাধ্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও মোট ৮৮,০৭৮ কোটি টাকার জন্য বিড করেছে। মনে করা হচ্ছে, ৫জি পরিষেবাগুলিতে তারা যে বিনিয়োগ করেছে তার রিটার্ন পেতে সংস্থাগুলিকে তাদের রাজস্ব বাড়াতে হবে। এই পরিস্থিতিতে টেলিকম কোম্পানিগুলোর ওপর মোবাইলের ট্যারিফ বাড়ানোর চাপ বাড়তে শুরু করেছে। এবার সবাই পোস্টপেইড মোবাইলের ট্যারিফ ও ডেটা রেটগুলিকেই প্রথমে টার্গেট করবে। এর আগে এয়ারটেল ও ভি আই ছাড়াও রিলায়েন্স জিও প্রিপেইড মোবাইল ট্যারিফ বাড়ানোর ঘোষণা করেছিল।