তেলের পাশাপাশি এবার দাম বাড়তে চলেছে ডালের

44

দুবছর আগে যে তেলের দাম ছিল মাত্র ৯৬ টাকা সেই তেল আজ হয়েছে ১৭৬ টাকা। প্রতি লিটারে প্রায় ৮০ টাকা করে বেড়েছে তেলের দাম। এবার তেলের পাশাপাশি দাম বাড়তে চলেছে ডালেরও। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ডাল ও ভোজ্য তেলের দাম বাড়তে পারে। তবে ২০২০-২১ সালে বিপুল উৎপাদনের কারণে খাদ্যশস্যের দাম কমার সম্ভাবনার আশার কথা রয়েছে বৃহস্পতিবার প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে। তারা আশা করছে, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ক্ষেত্রে অস্থিরতা চলবে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, গত বছর সারা দেশে করোনা-লকডাউন জারি হওয়ার পর থেকে পাইকারি মূল্য সূচক কমলেও ক্রেতা মূল্য সূচক ভিত্তিক খাদ্যের বাজারদর বেড়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘এতে স্পষ্ট যে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যার সুযোগ নিয়ে দাম বাড়ছে।’

রিজার্ভ ব্যাঙ্কের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব আগামী দিনে মুদ্রাস্ফীতির উপর পড়তে পারে। রিপোর্টে বলা হয়েছে, অতিমারীর কারণে বাজারে প্রতিযোগিতা কমে যায়। মার্চ থেকে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি এবং তার সঙ্গে সংক্রমণ ঠেকাতে বিভিন্ন বিধিনিষেধ ব্যবস্থা জারি হওয়ায় সরবরাহ ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার জেরে আগামী দিনে মুদ্রাস্ফীতি প্রভাবিত হতে পারে।