৫১’হাজার কোটি টাকায় রফাদফা, এবার থেকে আপনার বাড়ি তৈরির পেছনে হাত থাকবে আদানির!

অ্যামাজনের জেফ বেজোস এবং লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নল্টকে টপকে আজই বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির খেতাব অর্জন করছেন ভারতের গৌতম আদানি। এখন তার সামনে কেবল রয়েছে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আজ তথা শুক্রবার ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায় দেখা গিয়েছে, ভারতের শিল্পপতি গৌতম আদানির নাম রয়েছে দ্বিতীয় স্থানে। এবং এই খবরের রেশ কাটতে না কাটতেই অম্বুজা ও এসিসি সিমেন্ট কিনে নিল আদানি গোষ্ঠী। আর এরইমাধ্যমে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট সংস্থা এসে গেল গৌতম আদানির দখলে। মূলত, সুইজারল্যান্ডের হোলসিম গোষ্ঠীর কাছে অম্বুজা সিমেন্টস লিমিটেডের ৬৩.১ শতাংশ এবং এসিসি লিমিটেডের ৫৪.৫ শতাংশ শেয়ার হোল্ডিং ছিল। সেটি অধিগ্রহণের জন্য নগদ ৬.৪ বিলিয়ন ডলার দিয়েছে আদানি গোষ্ঠী। যা ভারতীয় টাকায় প্রায় ৫১ হাজার কোটি টাকা। অধিগ্রহণের পর গৌতম আদানি জানিয়েছেন, ভারতে সিমেন্টের ব্যবসার সম্ভাবনা ও বৃদ্ধি নিয়ে তিনি আশাবাদী।

উল্লেখ্য, বর্তমানে সিমেন্ট উত্পাদনের নিরিখে দেশে এক নম্বরে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট। ১২ কোটি টন উত্পাদন ক্ষমতা আল্ট্রাটেকের। অন্যদিকে অম্বুজা এবং এসিসি -র বছরে ৭ কোটি টন সিমেন্ট উৎপাদনের ক্ষমতা রয়েছে।