নজিরবিহীন: এক ছাদের তলায় ৬ স্ত্রীকে নিয়ে বসবাস যুবকের

একটা নয়, দুটো নয়, একই ছাদের নিচে ছয় স্ত্রীকে নিয়ে বসবাস করেন এক যুবক। কিন্তু ভারতে তো এই ধরনের বিয়ে আইনত অপরাধ। তাহলে কোন দেশের ঘটনা হতে পারে এটি! জানিয়ে রাখা ভালো, এটি ব্রাজিলের ঘটনা। যেখানে এক যুবক একই ছাদের নিচে তাঁর ছয় স্ত্রীকে নিয়ে বহালতবিয়তে ঘর সংসার করছে। অনেকেই এই বিষয়টি ভালো চোখে দেখেন না আবার অনেকেই বিষয়টিকে নিয়ে হাসি ঠাট্টার ছলে নেয়। ব্রাজিলের ওই যুবকের নাম আর্থার ও উরসো।

আপনি অনায়াসে বলতে পারেন ২৭ বছর বয়সে স্ত্রীভাগ্য অত্যন্ত ভালো না হলে কারোর কপালে এক দুটো নয় ছয় স্ত্রীর ভালোবাসা লেখা থাকে! ওই যুবকের এই ছয় স্ত্রীর মধ্যে কেউ তাঁর থেকে ছোট, আবার কেউ তাঁর থেকে এক বছরের বড়, কেউ তাঁর থেকে প্রায় ২৫ বছরেরও বড় এমন মহিলা রয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, একটা সময় আর্থারের জীবনে ছিল নয় জন স্ত্রী। চারজনকে তিনি ডিভোর্স দিয়েছেন।

এমনকি এই যুবকের জীবনে রয়েছে এক অদ্ভুত ইচ্ছে। সে চায় তাঁর ছয় স্ত্রী একসঙ্গে গর্ভবতী হোক। কিন্তু একসঙ্গে গর্ভবতী করবেন কি করে? তিনি ছয় স্ত্রীকে একসঙ্গে গর্ভবতী করার জন্য সারোগেসি পন্থা বেছে নেওয়ার কথা জানিয়েছেন। এক্ষেত্রে ওই যুবক জানিয়েছেন, সারোগেসির পেছনে ৪০ হাজারেরও বেশি ডলার খরচ হবে তাঁর। তবে সারোগেসির মাধ্যমে এর আগে কখনও সন্তান না নেওয়ায় এ বিষয়ে বেশ কিছুটা চিন্তিত সে।

অন্যদিকে, আর্থারের ৬ জন স্ত্রী থাকলেও আইনত তাঁর স্ত্রী মাত্র একজনই। কারণ ভারতের মতো ব্রাজিলেও একের অধিক বিয়ে আইনত অপরাধ। তাই সরকারি খাতায় একজন স্ত্রী-এর নাম থাকলেও তাঁর জীবনে রয়েছে আরও পাঁচ নারীর অস্তিত্ব।