শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ

56

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ। রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এ বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে তা বলা হয়েছে।

বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, নিম্ন আদালতের পেছনে ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করছে্।

গত কয়েকদিনের মতো এটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

ইস্টার সানডেতে শ্রীলংকার গির্জা-হোটেলসহ আটটি স্থানে ধারাবাহিক বোমা হামলায় ৩৫৯ জন নিহত হন। আহত হয়েছেন ৫শ’র বেশি মানুষ।