বেহাল দশা অর্থনীতির! একধাক্কায় ৩৫ টাকা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

পাকিস্তানে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। রবিবার (২৯ জানুয়ারি) পাক অর্থমন্ত্রী ইসহাক দার তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করেছেন। সেখানে এবার পেট্রলের দাম বাড়ানো হয়েছে একলাফে ৩৫ টাকা। বেড়েছে ডিজেল-কেরোসিনের দামও।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, স্থানীয় সময় রবিবার বেলা ১১টা থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য। এর ১০ মিনিট আগে টেলিভিশনে এক ভাষণে নতুন মূল্যতালিকা ঘোষণা করেন অর্থমন্ত্রী। এখন থেকে পাকিস্তানে এক লিটার পেট্রলের দাম ২৪৯ দশমিক ৮০ টাকা, হাই-স্পিড ডিজেলের দাম ২৬২ দশমিক ৮০ টাকা, কেরোসিন ১৮৯ দশমিক ৮৩ টাকা এবং লাইট ডিজেল লিটারপ্রতি ১৮৭ টাকা।

ভারতীয় মুদ্রায় হিসাব করলে পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ৮১ টাকা ২৫ পয়সা, ডিজেল ৮৫ টাকা ৪৮ পয়সা, কেরোসিন ৬১ টাকা ৭৩ পয়সা এবং লাইট ডিজেলের দাম ৬০ টাকা ৮২ পয়সা। পাশাপাশি পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, দেশটিতে পেট্রল-ডিজেলের দাম ৫০ টাকা বাড়ানোর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবরগুলো ভুয়া। এর কারণে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম ঘাটতির খবর পাওয়া গেছে। তিনি আরও বলেন, গত সপ্তাহে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন হয়েছে, আর এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম ১১ শতাংশ বাড়তে দেখা দিয়েছে।