শুরুটা মোদি করেছেন, শেষ আমরা করব

64

ভারত চলতি মাসের ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সব মিলিয়ে উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।

ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সেইসঙ্গে ভারত যেন স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একজন মন্ত্রী।

গতকাল মঙ্গলবার এক টুইটে এ কথা জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেইন চৌধুরী। মন্ত্রী জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখছে ইমরান খান সরকার। এ নিয়ে মন্ত্রিসভায় একদফা আলোচনাও হয়েছে। ইরানের গণমাধ্যম পার্স টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

টুইটারে ফাওয়াদ হুসেইন চৌধুরী লিখেছেন, ‘ভারতের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন (পাকিস্তানের) প্রধানমন্ত্রী।

আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের জন্য পাকিস্তানের স্থলপথ ব্যবহার সম্পূর্ণ করার পরামর্শ এসেছে মন্ত্রিসভার বৈঠকে। এসব সিদ্ধান্তের জন্য আইনি দিকগুলো নিয়ে আলোচনা চলছে। শুরুটা মোদি করেছেন, শেষ আমরা করব।’