এবার থেকে ফ্রিতে মিলবে বিয়ার, তবে একটিমাত্র শর্তপূরণে

396

গাড়ির পরিবর্তে সাইকেল চালালে বিনা পয়সায় দেওয়া হচ্ছে বিয়ার। অদ্ভুত নিয়মটি চালু করেছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়া। আর এজন্য ব্যবহার করা হচ্ছে গুড জব নামের এক অ্যাপ।

দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিবেশবান্ধব যান ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে বোলোনিয়ার স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ওই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বোলোনিয়ার শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। দিনের যে কোনো সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাপ ব্যবহারকারী নিতে পারবেন তার পুরস্কারের বিয়ার।

এছাড়া মজার কিছু প্রতিযোগিতার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে নিজের পরিবেশবান্ধব ভ্রমণের অগ্রগতি তুলনার সুযোগ রয়েছে কর্মসূচির আওতায়।