ভারতের থেকে পাকিস্তানে বেশি করোনা আক্রান্তের সংখ্যা, দেখে নিন সেই পরিসংখ্যান

64

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই দুইজনের মৃত্যু হয়। বুধবার রাতে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা এক টুইটে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর দেন।

টুইটে তিনি জানান, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই ব্যক্তির মৃত্যু হয়। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে খাইবার পাখতুনখোয়াতেই দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর আসে। খবর দ্য ডনের

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালীম জাগরা টুইটারে জানান, পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে হাংগু জেলা থেকে আসা ৩৬ বছর বয়সী আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে এই রোগীকে হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হয়। দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩০১ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে এখনও পর্যন্ত ভারতে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে কেরল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে রয়েছেন ২৫ জন বিদেশী। মৃত্যু হয়ছে ৩ জনের । তবে জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৯৫৫ জন; মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৪৯ জনের।