ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ! হুবুহু মিলে গেল ফ্রাঙ্কের করা ভবিষ্যদ্বাণী

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। মূলত, সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো বাড়ি। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৩৯ সালের পর তুরস্কে এই প্রথম এ ধরনের শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হলো। ইউএসজিএস আরও জানিয়েছে, সে বছরও তুরস্কে ভূ-কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৮।

তবে সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ঠিক দুদিন আগে এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে জানা গেছে। নেদারল্যান্ডসভিত্তিক সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভে’র (এসএসজিইওএস) গবেষক ফ্রাঙ্ক হুজারবিটস গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুইটার পোস্টে বলেছিলেন, ‘আগেপরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্ডান, সিরিয়া ও লেবানন) কমবেশি সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হতে যাচ্ছে।’ আজ মঙ্গলবার সকাল পর্য হুজারবিটসের টুইটার পোস্টটি চার কোটির বেশি মানুষ দেখেছে। মন্তব্য পড়েছে প্রায় ২০ হাজার আর লাইক পড়েছে দেড় লাখের বেশি।

ফ্রাঙ্ক হুজারবিটসের ওই টুইট শেয়ার করেছেন অনেকেই। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বিস্টলের ডেপুটি গভর্নর ও জ্বালানি ও পরিবেশ বিষয়ক তুর্কি গবেষক ড. হাসান তানরিসেবেন ভূমিকম্পের ঘণ্টা তিনেকের মধ্যে হুজারবিটসের ওই টুইটটি রিটুইট দেন। সেখানে হাসান বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে, মধ্য রাতে আপনার ভবিষ্যদ্বাণী করা ভূমিকম্পটি ঘটে গেল।’ নেদারল্যান্ডসের ফুটবল কোচ মার্ক ওট তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে হুজারবিটসের ওই পোস্ট রিটুইট করে বলেছেন, ‘আপনি সঠিক ছিলেন।’