সারা বিশ্বে করোনা ছড়িয়ে দিয়ে এবার ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন!

63

সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়েছে চীন, যা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা স্বীকার করে নিয়েছে। হু জানিয়েছে, করোনা সংক্রমণের পিছনে রয়েছে চীনের উহান বাজার। আর এবার করোনা ভাইরাসের ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের হ্যাকারেরা, এমনই দাবি করল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই । পাশপাশি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পক্ষ থেকেও সোমবার এমনটি দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমশের প্রতিবেদনে বলা হয়, এফবিআই এবং মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চীনকে সতর্ক করে করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়, চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণা এবং এ সম্পর্কিত তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে চীনের পররারষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। এ নিয়ে ঝাও লিজিয়ান বলেন, আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন গবেষণার নেতৃত্বস্থানে রয়েছি। কোন প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে এই ধরণের গুজব ছড়ানো এবং অপবাদ দেয়া অন্যায়।